শুভ জন্মদিন শাহীন সুমন
তাকে বলা হয় বাংলা ছবির ড্যাশিং ডিরেক্টর। সফল ছবির নির্মাতা হিসেবেও তার পরিচিতি আছে। তার পরিচালনাধীন ছবি মানেই দর্শকের হলে আসা। চলচ্চিত্রের মন্দা বাজারেও তিনি ব্যবসা সফল ছবি উপহার দিয়ে ম্যাজিক দেখাতে পারেন। বলছি জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের কথা।
আজ এই চিত্র পরিচালকের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রুহুল কুদ্দুস খান শাহীন।
আবিদ হাসান বাদলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শাহীন সুমন। আর পরিচালক হিসেবে তার প্রথম ছবি ‘গডফাদার’। তারপর একে একে তিনি নির্মাণ করেছেন মিয়া বিবি রাজি (২০১৬), লাভ ম্যারেজ (২০১৫), সেদিন বৃষ্টি ছিল (২০১৪), জিরো থেকে টপ হিরো (২০১৪), অন্যরকম ভালোবাসা (২০১৩), জটিল প্রেম (২০১৩), ভালোবাসার রঙ (২০১২), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), বিয়ে বাড়ী (২০০৯), জন্ম তোমার জন্য (২০০৯), রাস্তার ছেলে (২০০৯), তুমি আমার প্রেম (২০০৮), সন্তান আমার অহংকার (২০০৮), সমাধি (২০০৮) ইত্যাদি ছবিগুলো।
বরাবরই নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসেন শাহীন সুমন। তিনি চ্যালেঞ্জ নিয়ে মৌলিক ছবির গল্পে ছবি নির্মাণ করেন। তার ছবি দিয়েই ঢাকাই ছবিতে অভিষেক ঘটে জনপ্রিয় দুই তারকা মাহি ও বাপ্পীর। ২০১২ সালে জাজের ব্যানারে ‘ভালোবাসার রঙ’ ছবিতে মাহি-বাপ্পী জুটি বেঁধে চলচ্চিত্রে যাত্রা করেন।
বর্তমানে শাহীন সুমন ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং নিয়ে। এখানেও তিন নবাগতকে নিয়ে কাজ করছেন তিনি। রোমান্টিক প্রেমের এই ছবিটিতে আসিফ নূর, সুমিত- এই দুই নায়কের বিপরীতে অভিনয় করছেন অধরা খান।
ছবির তৃতীয় লটের শুটিং করতে বর্তমানে কক্সবাজারে রয়েছে শাহীন সুমন। সেখানেই শুটিং সেটে তার জন্মদিন পালন করছে ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির টিম। সবাই নিজেদের ‘ক্যাপ্টেন’কে শুভেচ্ছা আর ভালোবাসায় জীবনের নতুন বছরে স্বাগত জানিয়েছেন।
এছাড়াও শাহীন সুমনের পরিবার ও কাছের মানুষরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রসঙ্গত, শাহীন সুমনের নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে।
এলএ/এইচআর/আরআইপি