ভারতীয় ছবি প্রদর্শন : শাহবাগে প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা বাণিজ্যিকভিত্তিতে প্রদর্শনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে একটি সংগঠন।ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলন নামের সংগঠনটি শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভারতীয় সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ-মিছিল করেছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রতিবাদে মুখেই দেশের প্রায় অর্ধশতাধিক হলে চলছে সালমান খান অভিনীতি ওয়ান্টেড। এটি তামিলের একটি ছবির কপি।
তরুণ চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, চলচ্চিত্র তো একটা শিল্প। দুনিয়ার ইতিহাসে কোনও শিল্পই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া দাঁড়ায়নি। আমাদের সরকারগুলো চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কী কী উদ্যোগ-ভূমিকা এ পর্যন্ত নিয়েছেন, তার খতিয়ান নেওয়া দরকার। বরং নির্মাণ হচ্ছে অনুদানের দলবাজ চলচ্চিত্র যেখানে সামান্য ব্যতিক্রমসহ বড় অংশ অপচয় হচ্ছে।
তিনি আরও বলেন, এসবের আড়ালে চলচ্চিত্র ও চলচ্চিত্রের সেন্সর বিষয়ে চলচ্চিত্রজীবীদের খানিকটা দলঘেষা আর মুখবন্ধ মানুষে পরিণত করারও বন্দোবস্ত হয়েছে। বিপুল পরিমাণ কর সরকার এই শিল্প থেকে আদায় করেন।
এসময় তরুণ চিত্রপরিচালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-এএইচ