জন্মদিনে ভ্যান বস্ত্র বিতান নিয়ে ব্যস্ত মোশাররফ করিম


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২২ আগস্ট ২০১৬
ছবি : মাহবুব আলম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আজ ২২ আগস্ট ছিলো তার জন্মদিন। বিশেষ এই দিনটিও তিনি ঈদের জন্য নির্মিত নাটক ‘ভ্যান বস্ত্র বিতান’র শুটিংয়েই কাটালেন। জনপ্রিয়তার বিড়ম্বনা বুঝি একেই বলে।

তবে মোশাররফ করিম বিষয়টিকে বিড়ম্বনা না বলে আশির্বাদই বলতে চাইলেন। তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসার জন্যই আমি আজকের এই জায়গাটিতে আসতে পেরেছি। রোজ রোজ কোটি কোটি মানুষের জন্মদিন পালিত হচ্ছে। আমরা কয়জনের খবর পাচ্ছি! সবাই আমাকে ভালোবাসেন বলে আমার জন্মদিনটা ঘটা করে মনে রেখেছেন। বিশেষ এই দিনটিতে পরিবারের সঙ্গে একান্তে কাটাতে পারলে ভালো লাগতো। সেটি হয়নি বলে আমার কোনো দু:খ নেই। কেননা, আমি দর্শকদের বিনোদনের জন্যই ব্যস্ত রয়েছি। এই নাটকটি তাদের আনন্দিত করলেই আমি তৃপ্ত।’

Mosharaf

তিনি আরো বলেন, ‘এছাড়াও গতকাল রাত থেকেই সব প্রিয় মানুষেরা নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। তাই কাজে ব্যস্ত থাকলেও জন্মদিনের আমেজটা সঙ্গেই মিশে আছে।’

আজ সোমবার (২২ আগস্ট) মোশাররফ করিম রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ‘ভ্যান বস্ত্র বিতান’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি রচনা করেছেন মমর রুবেল এবং পরিচালনা করেছেন আলী সুজন।

নাটকটিতে ভ্যান গাড়িতে করে কাপড় বিক্রি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এখানে তার বিপরীতে রয়েছেন লাক্সতারকা আলভী।

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ঈদুল আজহা সমাগত। এজন্য চ্যানেলগুলো ভালো মানের নাটক সন্ধান করছেন দর্শক ধরে রাখতে। অন্যদিকে নির্মাতারাও চাচ্ছেন দর্শকদের চাহিদা মাথায় রেখে ভালো কাজ উপহার দেয়ার জন্য। সেই ভাবনা থেকে বলা যায় এই নাটকের গল্পটি বেশ চমৎকার। কাজ করে মজা পাচ্ছি।’

Mosharaf

অন্যদিকে লাক্সতারকা আলভী বলেন, ‘মোশাররফ ভাই মেধাবী একজন অভিনেতা। তার সঙ্গে এর আগেও জুটি বেঁধে অনেক কাজ করেছি। সবসময় কাজ করে ভালো লাগে তার সঙ্গে কাজ করে। এবারের কাজটিও নিয়ে আমি আশাবাদী। আর আজকে ভাইয়ের জন্মদিন বলে হৈ চৈ করে কাজ করছি সবাই।’

নির্মাতা আলী সুজন জানালেন, ‘নাটকে দর্শকদের জন্য একটি মেসেজ থাকবে। যেটি সকলের হৃদয় নাড়া দেবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা দর্শকরা দেখে বিচার করবেন।’

জানা গেছে, ‘ভ্যান বস্ত্র বিতান’ নাটকটি আগামীতে জিটিভি’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।