বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবে জলের গান


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২২ আগস্ট ২০১৬

বন্যার্তদের পাশে দাঁড়াতে এবার মঞ্চে গাইবে জলের গান। প্রায় চার মাস পর সরাসরি দর্শক মাতাবে দেশের শীর্ষস্থানীয় এই গানের দল। আগামি ২৪ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গান শোনাবে জলের গানের শিল্পীরা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জলের গান ফ্যান ক্লাব’।

জলের গান ফ্যান ক্লাবের সমন্বয়ক ওমর ফারুক জানান, ‘এই কনসার্ট অনুষ্ঠিত হবে টিকিটের বিনিময়ে। টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। টিকেট পাওয়া যাবে রাজধানীর ‘দেশাল’র সবগুলা আউটলেটে (গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, বেইলি রোড, আজিজ সুপার মার্কেট)।’

এছাড়া মোবাইলে যোগাযোগ করা যাবে- ০১৭১২৯৬৯৩০৪ এই নাম্বারে। একই নাম্বারে বিকাশের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি।

ফারুক বলেন, ‘আগে থেকেই বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে জলের গানের ভক্তরা। এরই মধ্যে কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে একাধিকবার ত্রাণ সাহায্যও পৌঁছে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ অভিযান।’

জলের গানের সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘একটা মহৎ লক্ষ্য সামনে রেখে আমরা এই কনসার্টে গাইবো। সারাদেশে বন্যার্তদের সাহায্যার্থে জলের গানের এই বিশেষ শো`টি অনুষ্ঠিত হবে। সবাই মিলে যেন বন্যার্ত মানুষের জন্য ভাল কিছু করতে পারি।’

জার্নাল আরো বলেন, ‘আমাদের নিয়মিত প্রর্দশনী থেকে এই শো’তে টিকিটের মূল্য বেশি রাখা হয়েছে। কারণ সাহায্যের হাতটা একটু বড় করলে বেশি মানুষের উপকার হবে। আশা করি আমাদের বন্ধু-শ্রোতারা পাশে থাকবেন।’

এলএ/এইচআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।