বন্যার্তদের ত্রাণ দিতে জামালপুর যাচ্ছে ডিরেক্টর`স গিল্ড


প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২১ আগস্ট ২০১৬

বন্যা কবলিত মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছে নাট্য নির্মাতাদের সদ্য নির্বাচিত সংগঠন ডিরেক্টর`স গিল্ডের সদস্যরা। দু`টি দল যাবে ত্রাণ বিতরণ করতে।

এরমধ্যে আজ রোববার (২১ আগস্ট) রাতে একটি দল জামালপুরের মাদারগঞ্জে যাচ্ছে। ক`দিন পরে অন্য একটি দল যাবে বন্যা কবলিত অন্য একটি জেলায় ত্রাণ দিতে।

জামালপুরের পথে রওনা দেয়ার আগে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, `আমরা ২দিনের জন্য ত্রাণ বিতরণ করতে জামালপুর যাচ্ছি। সাথে আছেন সংগঠনের সভাপতি গাজী রাকায়েত ভাই এবং চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, ফিরোজ খান ছাড়াও আরো ৮-১০ জন সদস্য।`

তিনি বলেন, `বানভাসি মানুষের জন্য আমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুড়ি, বিস্কুট, স্যালাইন ছাড়া আরো কিছু খাবার নিয়ে যাচ্ছি। এতে কিছু অসহায় মানুষের কষ্ট লাঘব হলেই আমাদের উদ্যোগ সার্থক হবে।`

ডিরেক্টর`স গিল্ডের ত্রাণ বিতরণের অর্থ সহায়তা করেছে বিভিন্ন নির্মাতা এবং অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে দেশের বৃহৎ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক আরো বলেন, ‘সদস্যসহ যে কেউ আমাদের উদ্যোগের সঙ্গে যোগ দিতে পারেন। তারা চাইলে আমাদের ত্রাণ পাঠাতে পারেন। আমরা তা পৌঁছে দেব বন্যার্তদের কাছে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।