আদালতের রায় নিয়ে সালমান শাহের মায়ের আক্ষেপ


প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২১ আগস্ট ২০১৬

অমর নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুনঃতদন্ত করতে পারবে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েস এ রায় প্রদান করেন। রায়ের পর সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়ে রোববার সন্ধ্যায় তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

Salmanস্ট্যাটাসে সালমান শাহের মা নীলা চৌধুরী লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই কোর্টেও সমঝোতা হয়ে গেছে। ন্যায় বিচার না করে জজ সাহেব বলছেন দুই পক্ষকে খুশি করার জন্য এই রায় দিলাম। কিন্তু এখানে দু`পক্ষকে খুশি করার ব্যাপার ছিলো না। বিষয়টা ছিলো ন্যায় ও অন্যায়ের। ন্যায় বিচারের রায় হওয়াটা উচিত ছিল। সবাই পেট ভরে খেয়েছে। আলহামদুলিল্লাহ্‌, দুনিয়াতে খাবারের শেষ নাই। কিন্তু আখিরাতে এই খাবারের হিসাব দিতে হবে।

প্রিয় দেশবাসী আপনারা জেনে রাখুন সালমান শাহের মৃত্যু নিয়ে লীলাখেলা চলছে। কিন্তু আমি এই হত্যার প্রকৃত বিচার চাই। যতদিন বেঁচে থাকবো, লড়ে যাব। এ জন্য সকলের সহযোগীতা চাই। আপনার আমার পাশে থাকবেন। এটাই কাম্য।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ।

এনই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।