অস্ট্রেলিয়াতে সম্মাননা পাচ্ছেন বিদ্যা বালান


প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ আগস্ট ২০১৬

বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী বলা হয় বিদ্যা বালানকে। অভিনয় গুণে বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান সরকারের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হবে বিদ্যা বালানকে।  

ভিক্টোরিয়ার মন্ত্রী মার্টিন ফোলে বিদ্যাকে এই সংবর্ধনা দেবেন। এবারই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী এই সম্মান পাচ্ছেন। ভিক্টোরিয়া হাউস অফ পার্লামেন্টে অভ্যর্থনা জানানো হবে বিদ্যাকে।

ভারতীয় সিনেমা এবং নারীদের ক্ষমতায়নে তার অবদানের জন্যই এই সম্মানপ্রদান করা হচ্ছে নায়িকাকে। আর এই সম্মাননায় ভূষিত হতে পেরে রীতিমত গর্ববোধ মনে করছেন বিদ্যা।

মেলবোর্নে এখন চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ২০১২ সাল থেকে বিদ্যা এই ফিল্ম ফেস্টিভ্যালের ভারতীয় প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। সেই কারণেই শুক্রবার রাতে বিদ্যা রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশে।

এনই/এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।