হরতাল-অবরোধের আওতামুক্ত `ও` লেভেল পরীক্ষা


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে `ও` লেভেল পরীক্ষাকে এ কর্মসূচির আওতামুক্ত  ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল, অবরোধের কর্মসূচি বহাল থাকবে। তবে কেবল `ও` লেভেল পরীক্ষা এই কর্মসূচির আওতায় পড়বে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে হরতালের আওতামুক্ত রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।