মিশেলকে বেনারসি শাড়ি দেবেন মোদি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে বেনারসি শাড়ি উপহার দেবেন নরেন্দ্র মোদি। বুধবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মিশেল ওবামার জন্য ১০০ বেনারসি শাড়ি ও বেনারসি সিল্কের ড্রেসের অর্ডার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদির নিজ সংসদীয় আসন বেনারসের এসব শাড়ি পৃথিবীখ্যাত। দুনিয়াজোড়া এর সুনাম রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সিল্ক মার্কিন ফার্স্ট লেডি মিশেলের যে খুব প্রিয় সেটা কোনো গোপন বিষয় নয়। এর আগে অনেক আন্তর্জাতিক ইভেন্টে (উৎসব-অনুষ্ঠান) জ্যাকুয়ার্ড সিল্কের ড্রেস পরেছেন তিনি। যার নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নকশা প্রণয়নকারীরা।

জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিজেপি নেতা ১০০ সর্বোৎকৃষ্ট বেনারসি শাড়ির অর্ডার দিয়েছেন। অর্ডারে বলা হয়েছে, এসব শাড়ির সিল্ক হবে প্রাচীন, নকশা হবে অনন্য এবং কোয়ালিটি হবে সবচেয়ে ভাল। কারণ শাড়িগুলো বিশ্বের বর্তমান সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহধর্মিণীকে উপহার দেওয়া হবে।

মিশেলের জন্য এসব শাড়ি নির্বাচন ও প্যাকেজিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বেনারসের শাড়ি ব্যবসায়ীদের সংগঠন দ্য বেনারসি ভাস্ত্রা উদ্যোগ সংঘকে। বস্ত্রমন্ত্রীও আলাদাভাবে সংগঠনটির কাছে ওইসব শাড়ির জন্য অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগামী সপ্তাহে সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।


এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।