ছিনতাইকারীর কবলে শবনম ফারিয়া

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন (আইফোন সিক্স এস) কেড়ে নিয়েছে। এ কারণে ভীষণ মন খারাপ তার।
বুধবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শবনম নিজস্ব প্রাইভেট কারে উত্তরার এয়ারপোর্ট রোড পার হচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির গতি কম থাকায় ছিনতাইকারীরা গাড়ির ভেতর হাত ঢুকিয়ে ফোনটি কেড়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।
ফারিয়া দুঃখজনক এ ঘটনাটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিজের টাকায় কেনা ছিলো ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অংকও বটে। একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক।’
শবনম ফারিয়া বলেন, এই ছিনতাই ঘটনায় খিলক্ষেত থানায় আজ বিকেলে জিডি করবো।
উল্লেখ্য, শবনম ফারিয়া ব্যস্ত আছে আগামী ঈদের নাটক নিয়ে। বর্তমানে বেশ কটি নাটোকের শুটিংয়েও শেষ করেছেন।
এনই/এইচএন/আরআইপি