নিলামে উঠছে তাহসানের টি-শার্ট


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৭ আগস্ট ২০১৬

দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী-সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ। তার চিকিৎসা সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি দুই দিনব্যাপী ‘ট্রিবিউট টু লাকী আখান্দ’ নামে কনসার্ট করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সেখানে তার ব্যন্ড দল নিয়ে ও এককভাবে গান গেয়েছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড।

এবার জানা গেল, অসুস্থ লাকীর চিকিৎসার স্বার্থে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের অটোগ্রাফ দেওয়া দুটি টি-শার্ট নিলামে তোলা হচ্ছে। এ তথ্য দিয়ে কনসার্ট সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইমরান জানান, এ উদ্যোগটি নেওয়া হয়েছে লাকী আখান্দের চিকিৎসা সহায়তায়। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামে খোলা ইভেন্ট পেজে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘তাহসানের জনপ্রিয়তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করছি এতে ভালো সাড়া পাবো।’

ইমরান জানান, একেকটি টি-শার্টের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। দুই দিনের মধ্যে সর্বোচ্চ দর দিয়ে এগুলো কিনতে পারবেন যে কেউ। মন্তব্যের মাধ্যমে দাম জানাতে হবে ফেসবুকে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ ইভেন্ট পেজে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন কনসার্ট উপভোগ করতে আসা দর্শক-শ্রোতাদের কাছ থেকে তারা পৌনে দুই লাখ টাকা সংগ্রহ করতে পেরেছেন। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে তারা অভিভূত।

এদিকে বুধবার (১৭ আগস্ট) রাতে সফলভাবে শেষ হচ্ছে দু’দিনের ‘অ্যা ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ শীর্ষক কনসার্ট। এতে ৩০টি ব্যান্ড সংগীত পরিবেশন করছে। তারমধ্যে আজ বুধবার পারফর্ম করার কথা রয়েছে এভয়েড রাফা, ওয়ারসাইট, অর্জন, নিউ সোনার বাংলা সার্কাস, ওল্ড স্কুল, চাতক, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, নীল নকশা, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, রেডিয়েশন প্রভৃতি ব্যান্ড-এর।

প্রসঙ্গত, ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্ট উপভোগ করার জন্য আনুষ্ঠানিক কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি। এমনকি এতে অংশ নেওয়া ব্যান্ডগুলোর সদস্যরাও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে লাকী স্যারের চিকিৎসা তহবিল সংগ্রহের জন্য কনসার্ট অডিটরিয়ামের প্রবেশ মুখে ন্যূনতম ৫০ টাকা দিলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে যে কারও। চাইলে এর বেশি অর্থও যে কেউ দিতে পারবেন।

এলএ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।