সৌদিতে বেড়েছে অবিবাহিত নারী সংখ্যা


প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ জানুয়ারি ২০১৫

সৌদি আরবে অবিবাহিত নারীর সংখ্যা ব্যপক ভাবে বেড়ে গেছে। এর ফলে দেশটিতে সামাজিক সমস্যা দেখা দিয়েছে। সৌদিরা দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। খবর গালফ নিউজ।
 
ইউয়াম ফ্যামিলি কেয়ার সোসাইটির প্রধান মোহাম্মদ আবদুল কাদির চলতি সপ্তাহে জানিয়েছেন, দেশটিতে ৩০ বছরের বেশি বয়সী অবিবাহিত নারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। সংখ্যাটি দেশটির মোট নারীর ৩৩.৪ শতাংশ বলে তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় ডেইলি মক্কা জানিয়েছে।
 
তিনি বলেন, আগামী ১০ বছরে সৌদি পরিবারগুলোর জন্য নতুন দর্শন নিয়ে কাজ করতে হবে। পারিবারিক মূল্যবোধ বাড়ায়, এমন কোনো সমাধান আমাদের পেতে হবে। তবে কোনো কোনো নারী অ্যাক্টিভিস্টের মতে, দেশটিতে অবিবাহিত নারীর সংখ্যা প্রায় ২০ লাখ। তারা মনে করেন, ব্যাপকভিত্তিক সমাধান না হলে এটা একটা মারাত্মক সামাজিক বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে।
 
অবশ্য অনেক সৌদি নারী এটাকে কোনো আশঙ্কা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করেন না। তাদের মতে, অনেক সৌদি নারী নিজের ইচ্ছায় অবিবাহিত থাকছেন।
 
সৌদি আরবে অনেক তরুণ বিয়ে করার মতো ‘আর্থিক সঙ্গতি না থাকায়’ অবিবাহিত থাকছেন। এতেও সমস্যাটি প্রকট হয়ে ওঠছে। বিয়েতে তরুণদের বিপুল পরিমাণে মোহরানা দিতে হওয়ায় তাদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না।
 
-এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।