ভারতে ধর্ষণ নিয়ে যা বললেন অমিতাভ (ভিডিও)


প্রকাশিত: ০৮:০২ এএম, ১০ আগস্ট ২০১৬

বেশ কিছুদিন আগে ভারতজুড়ে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয়েছিলেন শাহরুখ-সালমান খানসহ বলিউডের নামি দামী সব তারকারা। তবে এবার ধর্ষণমুক্ত ভারত গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

মুক্তির অপেক্ষায় থাকা অমিতাভের নতুন ছবি ‘পিংক’র এক প্রচারণা অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে তার ইচ্ছার কথা জানাতে গিয়ে এই মতামত জানান অমিতাভ। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে আমার ইচ্ছা একটাই। আমি ভারতকে ধর্ষণমুক্ত দেশ হিসেবে দেখতে চাই।’

এ সময় তিনি আরো বলেন, ‘চাইলেই বর্তমান আইন ও সঠিক বিচার নিশ্চিত করার মধ্যে দিয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব।’

অমিতাভ বচ্চনকে তার নতুন ‘পিংক’ ছবিতে একজন দুর্দান্ত আইনজীবির ভূমিকায় দেখা যাবে। যিনি রোজ রোজ নিয়ম করে আদালতে যান। কিন্তু ব্যক্তিজীবনে আদলতে যাবার অভিজ্ঞতা নেই এই অভিনেতার। এ প্রসঙ্গে তিনি নিজের আদালত ভীতির কথা উল্লেখ করে বলেন, ‘বাস্তব জীবনে কখনো আদালতে যাইনি। আর কখনো যেতেও চাইনা।’

সম্প্রতি প্রকাশ হয়েছে অমিতাভের ‘পিংক’ ছবিটির ট্রেলার। এটি অল্প সময়েই ঝড় তুলেছে বলিউডপ্রেমীদের অন্তরে।

দেখুন পিংক ছবির ট্রেলারটি :


আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।