শান্তি চুক্তির বাস্তবায়নে পদক্ষেপের সুপারিশ
পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে চুক্তির অবাস্তবায়িত মৌলিক অংশগুলো বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম কমিশন। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের কাছে এই সুপারিশ করা হয়।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগত সংঘাতের ঘটনাগুলোর দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরি তদন্ত করে ন্যায় বিচারের ব্যবস্থা করা ও পাহাড়িদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পাহাড়ি-বাঙালির সংমিশ্রণে মিশ্র পুলিশ ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্যোগ নেয়াসহ ৮টি সুপারিশ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- কমিশনের কো-চেয়ারপার্সন এডভোকেট সুলতানা কামাল। এ সময় কমিশনের সদস্য স্বপন আদনান, ব্যারিস্টার সারা হোসেন ও ড. ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।
আরএস