ফুটেজ দেখে নাশকতাকারীদের সনাক্ত করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১১:২৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলাসহ চলমান সব সহিংসতার ঘটনায় দোষীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে রাজধানীতে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেখানে জনগণ সম্পৃক্ত থাকে না সেই আন্দোলন হয় না। বোমাবাজি দিয়ে আন্দোলন হয় না। যারা বোমাবাজি করেছেন কিংবা করবার প্রচেষ্টা করছেন এগুলো থেকে বিরত থাকুন। প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে বিজিবির টহলও। এছাড়া দূর পাল্লার যান চলাচলে দেশে বিভিন্ন হাইওয়েতে নিরাপত্তা দিতে প্রস্তত আছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

 

আরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।