বন্ধু দিবসের বিশেষ নাটক শহরে নয়নতারা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৬ আগস্ট ২০১৬

বন্ধু অনেকটা আয়নার মতো! যার সামনে দাঁড়িয়ে নিজের ভালো-মন্দ রূপ দেখা যায়। একজন ভালো বন্ধু পেতে হলে সাত জনমের সাধনা করা লাগে! আর যে বন্ধু নয়নের তারা হয়ে থাকে তার নাম ‘নয়নতারা’ বলাই শ্রেয়!

বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এমনই দর্শনে বিশ্বাসী দুই বন্ধু দীপ্ত আর রিক্ত। এক ছাদের নিচে তারা বাস করছেন এক যুগেরও বেশি সময় ধরে। রিক্ত বিশ্বাস করে জীবনেও ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হয় না। যা হয় তা প্রেম নয় তো কামের তাড়না। কিন্তু দীপ্ত এ কথা মানতে নারাজ।

‘নয়নতারা’ নামে যে মেয়েটি তাদের বাড়ির ভাড়াটিয়া সেই মেয়েটিকে নিয়ে বাজি ধরে দুই বন্ধু। তারপর এই নিয়েই গল্প আগায় সামনের দিকে।

বন্ধু দিবসে এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক নয়নতারা। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটিতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন জুঁই, দীপ্ত চরিত্রে নাঈম এবং রিক্ত চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। ঢাকার উত্তরা এবং দিয়াবাড়িতে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

নাটকটি নিয়ে চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কী সেই গল্পটা বলতে চেয়েছি খুব ছোট করে। বন্ধু তো একটা সম্পর্কের নাম। সেই সম্পর্ক অন্য সব সামাজিক সম্পর্কের চেয়ে একেবারেই ভিন্ন। একটা রাজহাঁস, একটা নয়নতারা ফুলের গাছও যে কারো খুব ভালো বন্ধু হতে পারে। সেই গল্পটা আছে এখানে। আশা করছি নাটকটি সকলের কাছে ভালো লাগবে।’

নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘আমি চেষ্টা করেছি বন্ধু দিবসের জন্য আলাদা কিছু একটা করার। নাটকটি দেখে বন্ধুত্ব নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে বলে মনে হচ্ছে।’

জয়ধ্বনি মিডিয়া প্রযোজিত নাটকটি আগামীকাল রোববার এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।

এনই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।