একমাসে আট লাখ ছাড়িয়ে নাজুর দিল্লী টু ঢাকা (ভিডিও)


প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৬ আগস্ট ২০১৬

কণ্ঠশিল্পী নাজু আখন্দ গত ঈদে শ্রোতাদের ভিন্ন আঙ্গিকের ‘দিল্লী টু ঢাকা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। ঈদের আগের দিন গানটি ইউটিউবে প্রকাশ পায়। অল্প সময়েই গানটি আট লাখের বেশি মানুষ দেখেছেন। গানের কথা লেখেন শাহান কাবন্ধ। মীর মাসুমের সুরে গানটির কম্পোজিশন করেন ডিজে রাহাত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

গানটি প্রসঙ্গে নাজু বলেন, ‘এরই মধ্যে সকলেই গানটি বেশ পছন্দ করেছেন। এক মাসে সাড়ে আট লাখের বেশি দর্শক এটি দেখেছেন। প্রায় এক বছর এ গানের জন্য পরিশ্রম করেছি। এজন্য এ গানের সঙ্গে থাকা মীর মাসুম, ডিজে রাহাত,  শুভব্রত সকলকে ধন্যবাদ। আগামীতে নতুন আরেকটি গানের শ্রোতাদের উপহার দিব।’

নাজু বলেন, ‘কবির বকুলের লেখা শওকত আলী ইমনের সুর ও সংগীতে নতুন একটি গান করতে যাচ্ছি। গানটি অনেকটা মেলোডি ধাঁচের। বেশ সুন্দর একটি গান। শিগগিরই শ্রোতাদের কাছে গানটি পৌঁছুবে।’

উল্লেখ্য,  ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ বেতারে শিশু শিল্পী হিসেবে গান করেন নাজু আখন্দ। এছাড়া ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও তালিকাভুক্ত হন। নিজের একক অ্যালবামের পাশাপাশি তিনি প্লেব্যাকেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এ পর্যন্ত ১২১টি গানে প্লেব্যাক করেছেন।

‘দিল্লী টু ঢাকা’ গানের ভিডিও লিংক :



এনই/এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।