জিটিভিতে সরাসরি প্রচার হচ্ছে অলিম্পিক ২০১৬


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৬

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের ব্যাপারে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। কারণ অলিম্পিক গেম দেশের মানুষের মধ্যে বেশ জনপ্রিয়।

অন্যবারের মতো এবারও রিও অলিম্পিকের প্রতিযোগিতাগুলো বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ গভীর আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায়। আর বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নেয়ায় এই আগ্রহ আরও বেড়েছে নিঃসন্দেহে। তাই গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) দর্শকদের কথা চিন্তা করে ‘রিও অলিম্পিক ২০১৬’-এর খেলা সরাসরি সম্প্রচার করছে।

‘রিও অলিম্পিক ২০১৬’ সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেলটি সম্প্রচার করবে অলিম্পিক নিয়ে একাধিক বিশেষ অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অলিম্পিক হাইলাইটস’, বেলা ৩টায় প্রচার হবে ‘অলিম্পিক এক্সট্রা’ এবং সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘অলিম্পিক ম্যানিয়া’।

এনই/এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।