শিল্পকলায় নাজিরের বাঘ যাত্রা


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩১ জুলাই ২০১৬

বিশ্ব বাঘ দিবস ২০১৬ উপলক্ষে ইউএসএইডের ‘বাঘ যাত্রা’র উদ্যোগে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী আর্ট এক্সিবিশন ‘বাঘ যাত্রা’। শিল্পকলা একাডেমির ফাইন আর্ট গ্যালারিতে সপ্তাহব্যাপী এই চিত্র প্রদর্শনী শেষ হবে ৫ আগস্ট।

গত শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক লিয়াকত আলী লাকি। বিশেষ অতিথি ছিলেন ইউএসএইডের বেঙ্গল অ্যাক্টিভিটির চিফ অব পার্টি গ্যারি এফ. কলিন্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং ওয়াইল্ড টিমের সিইও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা বাঘের জাতি। বাংলার বাঘ রক্ষায় আমাদের সবাইকে বাঘের মত এগিয়ে আসতে হবে।’

প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পী টাইগার নাজির বলেন, ‘নিজের একান্ত আগ্রহ থেকেই এই শিল্পে আসা। লক্ষ্য ছিল যে করেই হোক আমি আমার শিল্পকর্মের মাধ্যমে দেশকে তুলে ধরব। আমার ধ্যান-জ্ঞান সবই এখন এই বাঘকে ঘিরে। বাঘ রক্ষা করতে আমার কর্ম অব্যাহত থাকবে।’

Bagh

বিশেষ অতিথির বক্তব্যে গ্যারি এফ. কলিন্স বলেন, ‘বাঘ বাংলাদেশের প্রতীক। সেই বাঘ আজ ধ্বংসের মুখে। যার মূল কারণ মুষ্টিমেয় মানুষের লোভ। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী লাকি বলেন, ‘ক্রমশ বাঘের সংখ্যা কমার খবর পেয়ে আমি বিচলিত না হয়ে পারিনি। আমরা আজ বাঘ রক্ষায় এগিয়ে না এলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। নাজিরকে ধন্যবাদ তার ব্যতিক্রমী কাজের জন্য। সামনে বাঘ রক্ষায় যেকোনো কিছুতে আমি থাকতে চাই।’

আয়োজকরা জানান, বাঘ সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে ইউএসএইডের বাঘ কার্যক্রমের প্রধান বাস্তবায়নকারী ‘ওয়াইল্ড টিম’ চিত্রশিল্পী নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে বাঘের উপর সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।