অবশেষে শশীর ফাঁদে আটকে গেলেন সজল
ছোটবেলায় মাকে হারায় শশী। বাবা আর বড় ভাই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। একদিন সজলের ফোন আসে শশীর কাছে। তাদের কথা হয়। প্রথম প্রথম এড়িয়ে গেলেও একটা সময় তাদের সখ্যতা গড়ে ওঠে।
সজলকে ভালো লেগে যায় শশীর। সজলের মিষ্টি কথায় তিনি তাকে মন দিয়ে বসেন। দুজনের দিনগুলো বেশ ভালোই কাটছিলো। সজল প্রায়ই শশীকে নিয়ে গোপনে কোথাওে দেখা করতে চান। কিন্তু শশী বরাবরই আপত্তি তুলেন। তবু প্রেম ও প্রেমিকের উপর বিশ্বাসে হঠাৎ একদিন কথার জালে পড়ে শশী নিরিবিলিতে সজলের সঙ্গে দেখা করেন। ঘটে যায় অনেক ঘটনা।
শশী যখন শংকা ও আনন্দ নিয়ে দিন পার করছেন তেমনি একদিন সজলের ফোনটি বন্ধ পান। সজল সবরকম যোগাযোগ বন্ধ করে দেন। আসলে এটাই সজলের পরিকল্পনা ছিলো। তিনি মেয়েদেরকে পটিয়ে এই কাজ করে বেড়ান।
কিন্তু শশীকে ফাঁদে ফেলতে গিয়ে হেরে যান তিনি। ঘটনাক্রমে নিজেই ধরা পড়েন সজলের ফাঁদে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আই হেট মাইসেলফ’। এতে অনেকদিন পর একসঙ্গে কাজ করলেন সজল ও শশী।
আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।
এলএ/এমএস