এক ঘণ্টার নাটক রক্ষায় মাহফুজ আহমেদের উদ্যোগ


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৬ জুলাই ২০১৬

একটা সময় বিটিভিতে এ সপ্তাহের নাটক মানেই ছিলো বাড়তি আকর্ষণ। এক ঘন্টা ব্যাপী নাটকগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতো। বছর পাঁচেক আগেও এক ঘণ্টার নাটক ছিলো বিনোদনের প্রাণ। কিন্তু সময়ের স্রোতে ধারাবাহিক নাটকের ভিড়ে হারিয়ে গেছে এক ঘণ্টা নাটক। ঈদ উৎসবের বিশেষ দিনগুলো ছাড়া খণ্ড নাটক প্রায় দেখাই যায় না বলা চলে।

বেশিরভাগ চ্যানেলগুলোই ধারাবাহিকের দিকে মনযোগী। আর কিছু নাটক প্রচার হলেও সেসব বিজ্ঞাপনের দাপটে দর্শক হারাচ্ছে। ফলে নির্মাতা ও দর্শকরা এক ঘণ্টার নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রমশ।

তাই এক ঘণ্টার নাটক নিয়ে নতুন করে ভাবছেন নির্মাতারা। সেই ভাবনা থেকে নতুন উদ্যোগ নিলেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদ। জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে প্রতি মাসে চারটি এক ঘণ্টার নাটক প্রচার করা হবে। আর এই নাটকগুলো প্রচার হবে আরটিভিতে।

মাহফুজ আহমেদ জানালেন, আগামী ২৯ জুলাই থেকে প্রতি শুক্রবার রাত ১১টায় বিরতিহীনভাবে এই নাটকগুলো প্রচার হবে। এ বিষয়ে মাহফুজ আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্পৃক্ত হয়েছে ক্রাউন সিমেন্ট, স্কয়ার ও অ্যালপেন এলিভ।

মাহফুজ আহমেদ জাগো নিউজকে বলেন, ‘এক ঘণ্টার নাটকের যে ঐতিহ্য তা আবার ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ নিয়েছি। এ দেশের অনেক তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এক ঘণ্টার নাটক থেকে উঠে এসেছেন। দর্শকরা খণ্ড নাটক দেখে যতোটা বিনোদিত হন ধারাবাহিকগুলোতে ততোটা নন। তাছাড়া আজকাল ধারাবাহিকের নামে গল্পকে জোর করে টেনে লম্বা করা হচ্ছে। যা দর্শকদের বিরক্তির কারণ। এইসব ভাবনা থেকেই আমি এক ঘণ্টার নাটক বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছি। আরটিভিকে ধন্যবাদ তারা আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন। স্পন্সরদেকেও ধন্যবাদ। আশা করছি দর্শকরা আবারো আগের মত খন্ড নাটক দেখে বিনোদিত হবেন, হাসবেন, কাঁদবেন।’

মাহফুজ জানালেন, আসছে ২৯ জুলাই আরটিভিতে প্রথম প্রচার হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘অভিনেতা’ নামের নাটকটি। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মৌসুমি হামিদ প্রমুখ। এরপরের দুই সপ্তাহে দেখা যাবে যথাক্রমে আবু হায়াত মাহমুদের ‘রঙ খই’ ও আবু রায়হান জুয়েলের ‘দুই পাখি’।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।