ফেনীতে হামলা: প্রতিমন্ত্রীর নিন্দা


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে ফেনীতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিমন্ত্রী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া আহত ম্যাজিস্ট্রেটদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য গত ৯ জানুয়ারি দুর্বৃত্তদের বোমা হামলায় আহত হন ফেনী জেলার ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান, শিহাবউদ্দীন আহমদ। এ ঘটনায় পুলিশ মোট ৪৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।