চালকবিহীন গাড়ি আনছে নিসান ও নাসা


প্রকাশিত: ১০:৪১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

ওকোহামার সংস্থা নিসান মোটর কোম্পানি ও নাসার অ্যামেস রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ঘোষণা করা হয়, দুই সংস্থার যৌথ উদ্যোগে নয়া ভেহিকেল সিস্টেম গবেষণার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। পাঁচ বছরের গবেষণা সফল হলে এই গাড়ির বাণিজ্যিক বিক্রি শুরু হবে।
‘অটোমেটিক ড্রাইভিং’ গাড়ি প্রজেক্ট নিয়ে যথেষ্ট উৎসাহী নিসান। সংস্থার মতে, এই গাড়িই ভবিষ্যতের দিশারী। পাশাপাশি নয়া গাড়ি থেকে ধোঁয়া নির্গমনও কম হবে বলে সংস্থার দাবি।

নাসা সূত্রে খবর, নিসানের সিলিকন ভ্যালির নয়া গবেষণাগারে চালকবিহীন গাড়ি তৈরির কাজ চলবে। ২০২০ সালের মধ্যে নয়া গাড়ি তৈরির কাজ শেষ হবে বলে আশা করা। নাসার অ্যামেস রিসার্চ সেন্টারই মার্স রোভার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোবট পরিচালনার কাজকে সাফল্যমণ্ডিত করেছে।

নিসানের সিইও কার্লস ঘোসন জানিয়েছেন, এই যৌথ উদ্যোগ নাসা ও নিসারের সেরা টিম কাজ করছে। সিলিকন ভ্যালিতে আমাদের বিনিয়োগের সেরাটা বার করে আনাই হবে এই গবেষণার লক্ষ্য।

নয়া গাড়ি যে শুধু চালক ছাড়াই চলবে তা নয়, গাড়িটি নিজেই থামতে ও পার্ক করতে সক্ষম হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।