এক মঞ্চে গাইবেন আইয়ুব বাচ্চু ও হাবিব


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ জুলাই ২০১৬

দুই প্রজন্মের জনপ্রিয় দুই সংগীত জাদুকর আইয়ূব বাচ্চু ও হাবিব ওয়াহিদ। একজন কিংবদন্তি ব্যান্ড দল এলআরবি নিয়ে তিন যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। অন্যজন ভিন্ন স্বাদের সুর আর সংগীতায়োজন দিয়ে নতুন প্রাণ দিয়েছেন বাংলা গানে।

গানের ভুবনে তাদের সম্পর্কটা অনুকরণীয়। এবি যেমন উত্তরসূরি হিসেবে হাবিবের প্রশংসা করতে কখনোই পিছপা হন না তেমনি হাবিবও ‘লিজেন্ড এবি’ হিসেবে বাচ্চু তার দলকে রাখেন শ্রদ্ধার স্থানে। গানের বাইরেও তাদের সম্পর্কটা দারুণ।

এবার একসঙ্গে মঞ্চ মাতাবেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী। লন্ডনের টাওয়ার হ্যামলেট আয়োজিত বৈশাখি মেলায় পারফর্ম করবেন তারা। হাবিবের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসছে ৩১ জুলাই লন্ডনের ওয়েভার ফিল্ডে কনসার্টটি শুরু হবে দুপুর ১২টায়। চলবে সন্ধ্যা ৭টা অবধি। কনসার্টে যোগ দিতে ৩০ জুলাই ঢাকা ছাড়বেন হাবিব। একইদিনে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন আইয়ূব বাচ্চুও।

বৈশাখী মেলায় গান ছাড়াও থাকবে ক্রাফট মার্কেট, ফ্যামিলি জোন, স্পোর্টস জোন।

প্রসঙ্গত, বর্তমানে কনসার্ট করেই দিন পার করছেন এলআরবি বস আইয়ূব বাচ্চু। পাশাপাশি কিছু নতুন গান নিয়েও চলছে পরিকল্পনা। অন্যদিকে নিজের নতুন মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত হাবিব। ‘মনের ঠিকানা’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন শিগগিরই।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।