এফডিসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ জুলাই ২০১৬
ছবি : মাহবুব আলম

গুলশান ও শোলাকিয়া হামলার পর সারা দেশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। হামলাগুলোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা আশঙ্কার কথা। ছড়াচ্ছে নানা গুজব-উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পুলিশ, র‌্যাব ও বিজিবিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

FDC

নিরাপত্তা জোরদার করা হচ্ছে শিল্প-সংস্কৃতিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতেও। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনেও (এফডিসিত) দেখা গেল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সেখানে প্রবেশে রয়েছে দুই স্তরের নিরাপত্তা। গেট দিয়ে প্রবেশের ডিজিটাল বডি স্ক্যানার মেশিনের মাধ্যমে চেক করে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এফডিসি সংশ্লিষ্টদের। গাড়ি নিয়ে প্রবেশের সময় তল্লাশি চালানো হচ্ছে কড়াকড়িভাবে।

FDC

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, ‘চারদিকে মানুষ আতংকের মধ্যে আছে। তাছাড়া প্রতিদিনই শত শত মানুষ এফডিসিতে প্রবেশ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণেই এফডিসির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

FDC

এদিকে কিছুদিন আগে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি ভেবে কর্তৃপক্ষ এফডিসির বিভিন্ন স্থানে বসানো হয়েছে ৩৫টি সিসি ক্যামেরা।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।