মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, গণতন্ত্র রক্ষা করতে মধ্যবর্তী নির্বাচন দেয়া সম্ভব নয়। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সাজানো নাটক তৈরি করেছেন। নৈরাজ্যমূলক কর্মসূচি প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে তারা জামায়াত-বিএনপিকেও প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ২য় ধরলা সেতুর কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম- ৪ আসনের সাংসদ রুহুল আমিন, অ্যাডভোকেট সফুরা বেগম এমপি, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর উপাচার্য প্রফেসর ড. এ কে এম নুর-উন-নবী, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।