বিকিনি বাতিলের সিদ্ধান্তে ঐশ্বরিয়ার সমর্থন (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১০:১২ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বিকিনি রাউন্ড বাদ দেয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মিস ওয়ার্ল্ড অরগানাইজেশনের পাশে দাঁড়িয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় পরেছিলেন।



মিস ওয়ার্ল্ড অরগানাইজেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঐশ্বরিয়া বলেন, `আমি খুব খুশি। যখন আমি মিস ওয়ার্ল্ড হয়েছিলাম তখন ৮৭ জন প্রতিযোগীর মধ্যে সেরা বিচ বডি আমার ছিল না।



তবুও আমিই সেরার খেতাব জিতেছিলাম। আমার মনে আছে বলা হয়েছিল, মিস পারফেক্ট টেন খেতাব কখনই শুধু শরীরী সৌন্দর্য্যের ওপর নির্ভর করে না। নিজেকে কীভাবে উপস্থাপনা করছি, আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে দেয়া হয় এই খেতাব।`



উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে মিস ওয়ার্ল্ড ২০১৪ প্রতিযোগিতার পর বিকিনি রাউন্ড বাদ দেয়ার সিদ্ধান্ত নেন মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে।



তিনি বলেন, `এই রাউন্ড কিছুই নির্ধারণ করে না। কোনও মহিলার সৌন্দর্য্যের জন্য বিকিনি রাউন্ড গুরুত্বপূর্ণ নয়।`



১৯৫১ সালে শুরু হওয়ার ৬৪ বছর পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হল বিকিনি রাউন্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।