কমলা সুন্দরী হয়েই ফিরলেন মিলা (ভিডিও)


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১২ জুলাই ২০১৬

কণ্ঠশিল্পী মিলা ইসলামের দ্বিতীয় অ্যালবাম ‘চ্যাপ্টার টু’ রিলিজ হয় ২০০৮ সালে। সেখানে তার ‘কমলা সুন্দরী’ গানটি পেয়েছিল রাতারাতি জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতা ধরেই দীর্ঘদিন পর আবারো কমলা সুন্দরী হয়ে ফিরলেন তিনি। পুরনো গানটি গাইলেন নতুন রূপে, নতুন স্বাদে।

সম্প্রতি ঈদ উপলক্ষে গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ নামে একটি টিভি আয়োজনে কৌশিক হোসাইন তাপসের সংগীতায়োজনে গানটি পরিবেশন করেছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তৌফিক। গতকাল গানবাংলার ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হয়েছে ‘কমলা সুন্দরী’।

গানবাংলার ভিন্নধর্মী এই আয়োজন নিয়ে ফেসবুকে মিলা জানিয়েছেন, ‘প্রোগ্রামটিকে সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা ছুটে এসেছেন। নিজের সেরাটা ঢেলে দিয়েছেন। গানবাংলাকে এই যুগান্তকারী আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আর প্রোগ্রামের প্রথম এপিসোড থেকেই আমি থাকতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবতী মনে করছি।’

উল্লেখ্য, কোক স্টুডিওর আদলে কৌশিক হোসাইন তাপস ও ফারজানা মুন্নির পরিকল্পনায় বাংলাদেশ, ভারত, রাশিয়া ও লাটভিয়ার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তৈরি হচ্ছে ‘উইন্ড অব চেঞ্জ’।

দেখুন মিলার কমলা সুন্দরী :


এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।