জরিমানার মুখে কোয়ালকম


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

পণ্যের অতিরিক্ত দাম রাখা ও বাজারে তাদের অবস্থানের অবৈধ ফায়দা নেয়ার অভিযোগের ভিত্তিতে চীনে শতকোটি ডলারেরও বেশি জরিমানার মুখে পড়তে যাচ্ছে মোবাইল চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম।

প্রায় ১৩ মাস আগে চীনের অ্যান্টি-মনোপলি রেগুলেটর দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) মার্কিন চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধে চীনা বাজারে অব্যবসায়ীমূলক আচরণের অভিযোগে মামলা করে। দাবি করা হয়, কোয়ালকম চীনের বাজারে একক ব্যবসা করছে এবং পণ্যের দাম রাখছে তুলনামূলক বেশি।

এ বিষয়ে এনডিআরসি বেশ কয়েক দফা তদন্ত চালায়। প্রায় সাত দফা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়। এবার মামলাটির সুরাহা হওয়া প্রয়োজন বলে মনে করছে এনডিআরসি।
এর আগেও কোয়ালকমের বিরুদ্ধে বিশ্বের বেশকিছু অঞ্চলে তদন্ত হয়েছে। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে জরিমানাও দিতে হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠানটিকে এ ধরনেরই এক অভিযোগের ভিত্তিতে ২ কোটি ডলার জরিমানা দিতে হয়।

কোয়ালকমের পাশাপাশি মাইক্রোসফটসহ বেশকিছু মার্কিন প্রতিষ্ঠানকে এর আগেও চীনে তদন্তের সম্মুখীন হতে হয়। অনেকেই মনে করছেন, চীন দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয়ার জন্যই বিদেশীদের ওপর বিভিন্ন সময় তদন্ত পরিচালনা করছে।




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।