ঈদের দিন থেকে কক্সবাজারে স্টার সিনেপ্লেক্স


প্রকাশিত: ১১:২২ এএম, ০৪ জুলাই ২০১৬

ঈদুল ফিতরের দিন থেকে কক্সবাজারে হোটেল সায়মনে স্টার সিনেপ্লেক্সের নতুন প্রেক্ষাগৃহ।

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে চালু হতে যাচ্ছে। কক্সবাজারের অন্যতম অভিজাত হোটেল সায়মন এবং দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এটি।

ডলবি সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক ২ক ডিজিটাল প্রজেকশান সিস্টেমসহ ২০০ আসনের এই প্রেক্ষাগৃহে থাকছে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এবং দেশের সবচাইতে বড় পর্যটন ক্ষেত্র কক্সবাজারে এই সিনেপ্লেক্স চালুর মধ্য দিয়ে স্থানীয় সিনেমাপ্রেমী ও পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ হলো।

ঈদুল ফিতরের দিন থেকে একসঙ্গে তিনটি হলিউড ছবি মুক্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করছে হলটি। ছবিগুলো হলো কনজুরিং ২, দ্য লিজেন্ড অব টারজান এবং দ্য জাঙ্গল বুক।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।