তাদের পবিত্র প্রেম


প্রকাশিত: ০৮:২৪ এএম, ০২ জুলাই ২০১৬

আসছে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘পবিত্র প্রেম’। এতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন দুই জনপ্রিয় তারকা ইমন ও তিশা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

পুরান ঢাকার অলিতে-গলিতে বেশ জাঁকজমকভাবে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ উৎসবকেন্দ্রিক নাটক হওয়ায় এতে উৎসবের নানা উপলক্ষ তৈরি করা হয়েছে। নাটকটি ঈদের পঞ্চম দিন এনটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আনন্দ খালেদ প্রমুখ।

নাটকটি নিয়ে ইমন বলেন, ‘সিনেম্যাটিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। গল্পের পরতে পরতে রয়েছে রোমান্স। পুরো নাটকের মোড়কে রয়েছে ভিন্নধর্মী বিভিন্ন উপাদান। হোলি, কাওয়ালি গান, ঘুড়ি উৎসব, বিয়ের আয়োজনসহ আরও অনেক কিছু। এটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’  

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।