বিভিন্ন চ্যানেলে পাঁচ মিনিটের নাটক


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩০ জুন ২০১৬

ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। এবারই প্রথম ঈদে এমন ব্যতিক্রমী আইডিয়া নিয়ে কাজ হয়েছে। ইফাদ নিবেদিত এবার ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে শর্ট নাটক। ‘লেটার’স ফরম রোমিও’ শিরোনামের নাটকটি ঈদে আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

ইফাদ নিবেদিত ব্রেক ফ্রি পাঁচ মিনিটের দশটি নাটক দেখানো হবে প্রতিটা চ্যানেলে একসঙ্গে একই সময়ে। দশটি নাটকের মূল গল্প ভাবনা ও পরিচালনা করছেন ইভান মনোয়ার। আর নাটক গুলোতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয় শিল্পী।
পরিচালক ইভান মনোয়ার বলেন, ‘বিজ্ঞাপন বিড়ম্বনায় বিরক্ত নাটকের দর্শকরা। তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। যদিও এই নাটকগুলো পাঁচ মিনিটের কিন্তু সব গুলো গল্পেই রয়েছে পূর্ণতা। যা দর্শক দেখলে বুঝতে পারবেন।’

বর্তমানে ১০টি নাটকের মধ্যে ৫টি দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানান পরিচালক। নাটক গুলো হলো ‌‘লেটার’স টু রোমিও, চোখ অথবা ম্যাজিক মাহতাব, নন্দীনি, গল্পটা অমিত লাবণ্য’র ও ভালোবাসার ভূত”। বাকি ৫টি নাটকের দৃশ্যধারণ একটানা চলবে ঈদের আগ পর্যন্ত।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।