বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনে আমাকে পাবেন : জিৎ


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৯ জুন ২০১৬
ছবি মাহবুব আলম

বাংলাদেশ-কলকাতা দুই দেশের চলচ্চিত্রেই মন্দার হাওয়া বইছে। তবে ঢাকার ছবির তুলনায় কলকাতার ছবির বাজেট কিছুটা বেশি। তাছাড়া সেখানে টেকনিকালি কিছুটা উন্নত। ঢাকার ছবিতেও এই ধারা ধীরে ধীরে চলে আসছে। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা’ ছবির সংবাদ সম্মেলনে এসে কথাগুলো বলছিলেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।

জিৎ আরো বলেন, সোশ্যাল মিডিয়াতে আমি খেয়াল করেছি বাংলাদেশে আমার প্রচুর ফ্যান আছে। তারা আমাকে ভালোবাসেন, আমার ছবি দেখেন। তাদের ভালোবাসার মূল্যায়ন দিতেই প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলাম। খুব ভালো অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। নুসরাত ফারিয়াও চমৎকার কাজ করেছেন। এর মধ্যে ছবির গান সকলের প্রশংসা কুড়িয়েছে। সবমিলিয়ে বলবো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ‘বাদশা’ ছবিটি দেখবেন।

Jit-Faria

তিনি বলেন, দেশ আলাদা হলেও আমাদের ভাষা বাংলা। সবসময় চাই দুই দেশের বাংলা ভাষার ছবির জয় হোক। আমি কলকায় নিয়মিত কাজ করছি প্রায় ১৪-১৫ বছর ধরে। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনে জিতকে পাবেন। কারণ এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সেক্ষেত্রে যদি গল্প-বাজেট ঠিক থাকে, তবে অবশ্যই ঢাকাই ছবিতে কাজ করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাদশা ছবির নায়িকা নুসরাত ফারিয়া, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘বাদশা’ ছবিতে জিৎ-নুসরাত ফারিয়া ছাড়াও আছেন ফেরদৌস, রেবেকা, নাদের চৌধুরী, রজতাভ দত্ত প্রমুখ। আগামী ঈদে দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে।

এনই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।