স্ট্রোক করে হাসপাতালে ঠাণ্ডু রায়হান


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৮ জুন ২০১৬

দেশের প্রখ্যাত আলোক নির্দেশক ঠাণ্ডু রায়হান ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাতে তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে মগবাজারের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

আরণ্যক নাট্যদলের সিনিয়র সদস্য ফয়েজ জহির নিশ্চিত করলেন, বর্তমানে ঠাণ্ডু রায়হানের শারীরিক অবস্থা কিছুটা ভালো। ঠাণ্ডু রায়হানের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ঠাণ্ডু রায়হান বাংলাদেশের মঞ্চনাটকের আলোক নির্দেশনায় প্রবাদপ্রতীম মানুষ। তিন দশক ধরে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে শিল্পীদের আলো দিয়েছেন। ১৯৮০ সাল থেকে তিনি কাজ করে চলেছেন আরণ্যক নাট্যদলের সদস্য হিসেবে। মঞ্চে তার প্রথম আলোকনির্দেশনা ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের গিনিপিগ নাটকে।

নিজ দলের নাটক ছাড়াও কাজ করেছেন দেশের বিভিন্ন নাট্যদলের সঙ্গে। এ পর্যন্ত প্রায় ৩৫০টিরও বেশি নাটকে তিনি আলোক নির্দেশক হিসেবে কাজ করেছেন। দেশের নাট্যাঙ্গনে একমাত্র তিনিই এই বিরল সাফল্যে গর্বিত জন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।