এবার কলেজে সেলফির ক্লাস


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

শিক্ষাক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে তো কত না কোর্স হয়, সে সাংবাদিকতা বলুন, অথবা হোটেল ম্যানেজমেন্ট ডাক্তারি আরও অনেক কিছু। এই সব বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করে।

কিন্তু তাই বলে সেলফি নিয়ে পুরো একটা কোর্স। আশ্চার্যের হলেও এটাই সত্যি। লন্ডনের সিটি লিট কলেজ এবছরই মার্চ মাস থেকে এরকমই নতুন কোর্স চালু করতে চলেছে। নতুন এই কোর্সের নাম The Art of photographic Self-Portraiture। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দাবি নতুন এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেকে আরও ভাল ‘সেলফি ট্রেকার’ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর এই সেলফি কোর্স করতে ছাত্রছাত্রীদের খরচ করতে হবে মাত্র ১৩২ ইউরো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।