চ্যানেল আইতে সেরা নির্মাতার ১০ টেলিছবি


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৬ জুন ২০১৬

ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করবে জনপ্রিয় নির্মাতাদের ১০টি টেলিছবি। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত।

এর মধ্যে ঈদের দিন প্রচার হওয়া ‘হাত বাড়িয়ে দাও’ টেলিফিল্মটির রচয়িতা গীতালি হাসান ও পরিচালনায় সাইফুল ইসলাম মান্নু। অভিনয়ে শম্পা রেজা, খায়রুল আলম সবুজ, হৃদি, সিনথিয়া, শোভা প্রমুখ। এটি প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জল কলঙ্ক’। এটির রচনা ও পরিচালনায় মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহ্ফুজ আহমেদ, রিচি, তাওসিফ, সাবিলা নুর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘রূপকথা’। টেলিছবিটির রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তিশা, হৃদয় খান, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, শাওন। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। ‘ভিনদেশী তারা’ নামের টেলিছবিটি রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মাহফুজ আহমেদ, ফারহানা মিলি প্রমুখ। প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

ঈদের চতুর্থ দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দেশী হাল্ক’ রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে আ খ ম হাসান, নাদিয়া, মারজুক রাসেল, সোহেল খান প্রমুখ। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘শূন্যতা’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, পুষ্পিতা, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মত পবিত্র’। এটি দেখানো হবে বিকেল ২টা ৩০ মিনিটে। রচনা রানা জাকারিয়া ও পরিচালনায় খালিদ হোসেন সম্রাট। অভিনয়ে নায়করাজ রাজ্জাক, আহসানুল হক মিনু, হিমি, খালিদ হোসেন সম্রাট প্রমুখ। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হওয়া ‘নীল কমল’ টেলিফিল্মটি। রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান। অভিনয়ে ইমন, মৌসুমী হামিদ, শম্পা রেজা, প্রনব প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন প্রচার হওয়া ‘ক্যামেলিয়া’ টেলিফিল্মটি রাজিবুল ইসলাম রাজিবের রচনায় পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মেহজাবিন, তৌসিফ, তানিয়া আহমেদ, অবাক, স্বাধীন খসরু, রফিক উল­াহ সেলিম প্রমুখ। এটি প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। ‘জান’ টেলিফিল্মটি রচনা করেছেন ফারুক হোসেন ও পরিচালনায় রাজিব রসুল। অভিনয়ে মোশাররফ করিম, নীলা, আ খ ম হাসান, ডলি জহুর প্রমুখ। প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।