মিছিলে মিছিলে শাকিব বুবলিকে চান


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২১ জুন ২০১৬
ছবি : মাহবুব আলম

আসছে কোরবানি ঈদে মুক্তি দেয়ার লক্ষে দ্রুত গতিতেই চলছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির শুটিং। ছবিতে বসের ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউড কিং খান শাকিব এবং নায়িকা বুবলি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শবনম বুবলি।

Shakib-Khan

বর্তমানে এফডিসিতেই চলছে ছবিটির দৃশ্যধারণ। গতকাল সোমবার ২০ জুন সেখানে গিয়ে দেখা গেল, রাজপথে অসংখ্য মানুষ। তাদের হাতে বাহারি ব্যানার, ফেস্টুন। সেইসব ব্যানারে লেখা বস+বুবলি/ বুবলি, তুমি শুধু আমার.... ইত্যাদি। লোকগুলো স্লোগানও দিচ্ছেন- ‘তোমার ভাবি, আমার ভাবি বুবলি ভাবি বুবলি ভাবি... ইত্যাদি কথায়। তাদের নেতৃত্বে আছেন শাকিব ও তার চ্যালা মাজুনন মিজান। কৌতূহল মেটাতে পরিচালকের দ্বারস্ত হলে তিনি জানান, এখন চলছে বসের প্রেম প্রস্তাবের দৃশ্যধারণ। বস শাকিব তার সাঙ্গপাঙ্গ নিয়ে মিছিল করে জানাতে চাইছেন, বুবলি নামের মেয়েটাকে তার মনে ধরেছে। বুবলিকে তিনি চান। মিছিল করে বস চলেছেন বুবলিকে তার প্রেমের কথা জানাতে।

Shakib-Khan

পরিচালক জানালেন, বস তার দল নিয়ে মিছিল করে বুবলিকে প্রেমের প্রস্তাব দিতে যাবেন। বস শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসে এখানে এসে বুবলির মুখোমুখি হবেন। বসের এই পাগলামিতে বিরক্ত হয়ে বুবলি তার পথ রোধ করে দাঁড়াবে। বসকে শাসাবে। এই হবে দৃশ্য।

এবার অপেক্ষা... বস এসে নিজের পজিশন নিলেন। পজিশন নিলেন বুবলিও। শুরু হলো স্লোগান। পরিচালক দৃশ্যটা দৃষ্টিনন্দন করতে ক্যামেরা নিয়ে উঠে গেলেন জহির রায়হান শুটিং ফ্লোরের ছাদের উপর।

Shakib-Khan

দৃশ্যধারণ শেষে পরিচালক রনি জানালেন, এই লটের শুট শেষ হলে ৮০ ভাগ কাজ শেষ হয়ে যাবে। তারপর বিরতি দিয়ে আবার ঈদের আগে আগে কাজ শুরু হবে। গানের শুট করতে ব্যাংকক যাবে বসগিরির টিম।

এদিকে রনি মুখ খুললেন নিজের নতুন ছবি মেন্টাল নিয়েও। বললেন, ‘সব ঝামেলা চুকিয়ে মেন্টাল রোজার ঈদেই মুক্তি পাবে। ছবিটির নাম নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমরা চেষ্টা করবো মেন্টাল নামেই মুক্তি দিতে। তারপরও যদি সেন্সরের সঙ্গে না বনে, তবে রুচিশীল কোনো নাম নিয়েই হলে আসবে ছবিটি।’

Shakib-Khan

ঈদের শুভেচ্ছা জানিয়ে সব শাকিব ভক্ত ও বাংলা ছবির দর্শককে মেন্টাল ছবি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানালেন নির্মাতা শামীম আহমেদ রনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।