ঈদেই আসছে নতুন ছবি দর্পণ বিসর্জন


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২১ জুন ২০১৬

পল্লীকবি জসীমউদ্‌দীনের ছোটগল্প ‘আয়না’ গল্প অবলম্বনে সুমন ধর নির্মাণ করেছেন নতুন ছবি ‘দর্পণ বিসর্জন’। ছবিটি গেল ১৫ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। জানা গেছে, ছবিটি আসছে ঈদুল ফিতরের দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে শুভ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ। এছাড়া রয়েছেন নবাগত আজাদ, আহসানুল হক মিনু, দিহান প্রমুখ।

‘দর্পণ বিসর্জন’ ছবির গল্পে দেখা যাবে, জেলে স্বামীকে নিয়ে নববিবাহিতা বকুলের দিন সুখেই কাটছিল। জেলেপাড়ার লোকরাও তাদের ভালো চোখে দেখে। এলাকাটি অনুন্নত হওয়ায় আয়নার চল নেই। ঘটনাচক্রে বকুলের স্বামীর হাতে আসে একটি আয়না, যাকে কেন্দ্র করে গল্প অন্যদিকে মোড় নেয়। বকুলের মনে বাসা বাঁধে অজানা শঙ্কা। স্বামী কেন ওই আয়নাটা সবসময় নিজের কাছে রাখে? আয়নার মধ্যে কি আরেকটা বউ লুকিয়ে আছে?

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘দর্পণ বিসর্জন’র শুটিং শুরু হয়েছিল গেলো ২২ আগস্ট মুন্সীগঞ্জের দীঘিরপাড়ের সরিষা বন গ্রামে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।