আবারো জুটি বাঁধলেন তারা


প্রকাশিত: ১১:০৩ এএম, ২০ জুন ২০১৬

জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া আজকাল নিয়মিতই অভিনয় করছেন। নাটক-টেলিছবির পাশাপাশি তাকে দেখা যাবে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও। তাকে বেশ কয়েকবার দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বিপরীতে।

মাঝখানে অনেকটা বিরতি দিয়ে আবারো জুটি হয়ে আসছেন পার্থ-অপি। আসছে রোজার ঈদে তাদের দেখা যাবে নতুন একটি টেলিছবিতে। এর নাম ‘খুঁটিনাটি খুনসুটি’। পরিচালনা করছেন আশফাক নিপুণ। গেল সপ্তাহে মিরপুর ডিওএইচএসএসে এর দৃশ্যধারণ হয়েছে।

পরিবারিক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, আরজে অপুসহ অনেকে।

টেলিছবিটি ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।