বাবা আমার বাবা...


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৯ জুন ২০১৬

বাবা সন্তানের কাছে বটবৃক্ষের মতো। বাবার শাসন সন্তানের জীবনকে বাস্তবতার মুখোমুখী হতে শিক্ষা দেয়। আর সবার মতো তারকাদেরও বাবা নিয়ে আবেগ আছে আকাশ ছোঁয়া। তাই বাবা দিবসে তারকারা বাবাকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসলেন।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পেজে বাবার সঙ্গে ছবি শেয়ার দিয়েছেন তারা। শুভেচ্ছা জানিয়েছেন নিজের বাবা ও জগতের সকল বাবাদের।

অনেকে নিজের সন্তানের ছবিও পোস্ট করেছেন এই দিনে। কেউ কেউ ছবির সঙ্গে জানিয়েছেন নানা রঙের আবেগপ্রবণ অনুভূতি।

concol

ফজলুর রহমান বাবু ফেসবুকে নিজের বাবার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার বাবা যিনি ৪১ বছর আগে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। আব্বা যেখানেই থাকেন ভালো থাকেন।’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ছবি পোস্ট করেছেন। সেখানে তার বাবা ও একমাত্র পুত্র শুদ্ধের সঙ্গে তিনি।

জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস পিতা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা দিলীপ বিশ্বাসকে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার বাবার মতো বাবা হতে চাই। সবল বাবাকে শুভেচ্ছা...’

Habib

ফাহমিদা নবী ভাইবোনদের সঙ্গে নিয়ে প্রয়াত বাবা সংগীতশিল্পী মাহমুদুন্নবীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা ... পৃথিবীর সব পিতা আর সন্তানের সম্পকর্ ভাল থাক, ভালো হোক, ছায়া হয়ে আদর্শের আস্থা, বিশ্বাসের মূল্য, ভালবাসার বন্ধন অটুট থাক....... বতর্মান অবর্তমান সকল সময়ে ... সন্তান মনের ভেতর ভালবাসা বহন করুক........বেঁচে থাক বিশ্বাস । সব বাবারা ভাল থাকুক...’

দুই পুত্র রুণ ও রুদ্রকে সঙ্গে নিয়ে বাবা দিবস উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন কণ্ঠ তারকা আসিফ আকবর। ছবির সঙ্গে তিনি নিজের বাবা ও শৈশব নিয়ে স্মৃতিচারণও করেছেন।

জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদের পিতা পপ সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বাবা দিবস উপলক্ষে তার ফেসবুকে লিখেছেন, ‘তোমাকে সবসময় পাশে পেয়েছি। আমাকে ভালো রাখার চেষ্টা করেছো ছোটবেলা থেকেই। তুমি আমার কতোটা জুড়ে আছো তা শব্দ দিয়ে বোঝানো যাবে না। বাবা দিবসের শুভেচ্ছা আব্বা। তোমাকে ভালোবাসি।’

ইরেশ যাকের পোস্ট করেছেন শৈশবের একটি ছবি। সেখানে বাবা কিংবদন্তি মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের ও ছোট বোন শ্রিয়া যাকেরের সঙ্গে তাকে দেখা দেখা যাচ্ছে।

fahamida

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম ফেসবুকে লিখেছেন, ‘বাবা আমার জীবনের সাহস। তিনি সবসময় অনুপ্রাণিত করেন আমাকে। তিনি আমার সেরা বন্ধু। আমাকে সবসময় সমর্থন করেন তিনি। তিনিই আমার সত্যিকারের হিরো। বাবা আমাকে শিখিয়েছেন কীভাবে সাহস ও বুদ্ধি খাটিয়ে জীবনে পথ চলতে হয়। বাবা তোমাকে ভালোবাসি।’

Ereshবাবার সঙ্গে ছবি পোস্ট করেছন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বাবাকে নিয়ে লিখেছেন, ‘বাবা, তোমাকে হারানোর ভয় নিয়ে বেড়ে উঠেছি আমি। আমার এখনও সেদিনের কথা মনে আছে, যখন তুমি প্রথমবার হৃদরোগে আক্রান্ত হলে। আমার বয়স ছিলো ৪ বছর। পরিবারে কী হচ্ছে তা বোঝার কথা নয় এতোটুকু মেয়ের। হাজেরা আপু আমাকে জানান, তোমার খুব খারাপ অসুখ হয়েছে। তোমাকে হয়তো বাঁচানো যাবে না। একটা চার বছরের মেয়ে জীবনটা শুরু করলো তার সবচেয়ে সেরা জিনিস, সেরা বন্ধু ও দুষ্টুমির অংশীদারকে হারানোর আতঙ্ক নিয়ে। আমার ৭ বছর বয়সে ওপেন হার্ট সার্জারির জন্য যেদিন তুমি ভারত যাচ্ছিলে, আম্মু আমাকে বিমানবন্দরে বলেছিলো তোমাকে চুমু দিতে। কারণ এটাই হয়তো আমাদের শেষ দেখা! তুমি জানো বাবা, প্রতি রাতে কাঁদতে অভ্যস্ত হয়ে পড়েছি আমি। এখন আমি ২৫ বছর বয়সী। তোমার তিনটা ব্লক ধরা পড়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমার সেরা জিনিসটাকে হারানোর ভয়ে থাকি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ওপেন হার্ট সার্জারির ১৮ বছর পরও বাবা সুস্থ আছেন। লোকে আমার প্রশংসা করলে তোমার চোখে আনন্দের ঝিলিক দেখলে ভালো লাগে। তুমি যা চেয়েছিলে তা হয়তো হতে পারিনি। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন তোমাকে গর্বিত করবো। শুভ বাবা দিবস বাবা...’

এছাড়া আরো অনেক তারকারাই বাবা দিবসে শুভেচ্ছা বানী দিয়ে ভালোবাসায় সিক্ত করেছেন তাদের বাবাদের।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।