শাহরুখ খানের সেরা দশ উক্তি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৪ জুন ২০১৬

দীর্ঘ দুই দশক ধরে উপমহাদেশের দর্শকদের মাতিয়ে রেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বলিউডে শক্ত করেছেন নিজের অবস্থান। নায়ক শাহরুখ যেমন জনপ্রিয় তার ভক্তদের মাঝে, তেমনি জনপ্রিয় ব্যক্তি শাহরুখও।

বাকপটু এই অভিনেতার উপস্থিত বুদ্ধি ও রসবোধও দারুণ। তার কথার মুগ্ধতায় তিনি মাতিয়ে রাখেন শুটিং সেট থেকে পুরস্কার বিতরণীর মঞ্চ পর্যন্ত। দীর্ঘ ক্যারিয়ারে নানান সময়ে তার প্রমাণ মিলেছে। শাহরুখের ভক্তদের কাছে অনেক উক্তি দার্শনিকের বানীর মতোই অনুপ্রেরণার, কখনো আনন্দের, কখনো বা নিতান্তই বেদনা জাগিয়ে তুলে মনে।

বিভিন্ন সময় শাহরুখের দেয়া বেশ কিছু জনপ্রিয় উক্তি নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে জাগোনিউজের পাঠকদের জন্য-

শাহরুখের বিরুদ্ধে অনেকের অভিযোগ শাহরুখ অহংকারী একগুঁয়ে। তবে তিনি যে তা নন তা বোঝাতে একবার বলেছিলেন, ‘মানুষ ভাবে আমি একগুঁয়ে। কিন্তু আমি তা নই। আমি শুধু হারতে চাইনা। কারণ আমার বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যর্থ মানুষ। আমি তার মতো হয়ে থাকতে চাইনা।’

দিল্লী ছেড়ে মুম্বাই আসার পর অনেকটা গৃহহীন ছিলেন শাহরুখ খান। থাকতেন বন্ধু বিবেক ভাষানীর সাথে। সেই প্রসঙ্গ নিয়ে এই তারকার বয়ান, ‘বাবা মাকে হারানোর পর বোনকে সঙ্গী করে মুম্বাই শহরে এসেছিলাম। থাকার জায়গা খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে বোনকে বলেছিলাম, দেখিস একদিন এই শহরকে আমি জয় করে নিবো। কিন্তু দেখুন আজ এই শহরই আমাকে জয় করে নিয়েছে।’

শাহরুখের খুব আপনজন এবং কাছের মানুষ ছিলেন তার মা। মাকে নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে আমি যত সফল হচ্ছি, ততোই মাকে মিস করছি। কারণ সে আমার সফলতা দেখতে পারলো না।’

লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে হাস্যরসের ছলেই বলিউড কিং বলেছিলেন, ‘ধনী হওয়ার আগে দার্শনিক হতে যেওনা।’

ব্রিটিশদের ভাষা পুরোপুরি বুঝতে না পারা নিয়েও নিজের মতামত দিয়েছেন কিং খান। তিনি বলেন, ‘আমি যখন ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে করে যাই তখন আমার খুব লজ্জা লাগে। কারণ আমি তাদের এয়ারহোস্টেসদের ভাষা পুরোপুরি বুঝতে পারিনা। তাই সারাটা পথ আমাকে ক্ষুধার্তই থাকতে হয়।’

রোমান্স কিং হিসেবে পরিচিত শাহরুখ সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আপনি যাকে ভালোবাসেন তার প্রতি যদি আপনার অবসন্নতা ভর করে, তবে বুঝে নিতে হবে সমস্যাটা আপনার ভালোবাসার মানুষের নয়, সমস্যাটা আপনারই।’

সাম্প্রদায়িক ভেদাভেদ নিয়েও শাহরুখ দিয়েছেন সরল স্বাভাবিক মতামত। তিনি বলেন, ‘ছোট বেলায় মা বলেছেন সৃষ্টিকর্তা একজনই। তার মানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। যেহেতু মা বলেছে তাই সৃষ্টিকর্তা একজনই।’

ক্রিকেট লিজেন্ড শচীনকে নিয়ে খুনসুটি করে শাহরুখ খান একবার বলেছিলেন, ‘হয়তো বা এদেশের মানুষ আমার জন্য অতোটা প্রার্থনা করেনা যতোটা শচীনের জন্য করে থাকে। তবে আমি জানি আমিও একটা ভালো উইকেট।’

নিজের সম্বন্ধে মতামত দিতে গিয়ে বলিউডের এই তারকা বলেন, ‘আমি বিশ্বাস করিনা যে আমি ভালো। তবে ভালো হওয়ার চেষ্টা করছি। যাতে মারা যাবার পর মানুষ মনে করে যে লোকটি ভালো হওয়ার চেষ্টা করেছিলো।’

ভারতে জন্মগ্রহণ করা নিয়ে গর্ব করেন শাহরুখ। দেশপ্রেমের চেতনায় তিনি বলেছিলেন, ‘হিন্দু প্রধান দেশে আমি এবং আমার উত্থান একটি মধুর দুর্ঘটনা। কিন্তু আমার কাছে ভারত মায়েরই আরেক নাম।’

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।