ব্রেক ছাড়া গাড়ি!


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১২ জুন ২০১৬

একবার চিন্তা করুন তো এই শহরে যতো গাড়ি আছে সেগুলোর মধ্যে শুধু একটি গাড়ির ব্রেক নাই, বিষয়টি তাহলে কেমন হতো? চিন্তা করতেই কেমন জানি আঁতকে উঠার মতো অবস্থা! অথচ মানুষ তার পুরো জীবন কাটিয়ে দিচ্ছে ব্রেক ছাড়া।

এমনি গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ব্রেক ছাড়া গাড়ি’। এর পরিচালক আলী ফিদা একরাম তোজো জানান, ‘একেবারেই ভিন্ন একটি কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে ‘ব্রেক ছাড়া গাড়ি’ টেলিফিল্মটি। একজন মানুষ সারাজীবন ছুঁটে চলেছেন ব্রেক ছাড়া। অথচ আমাদের গাড়িতে কিন্তু ব্রেক থাকে। আর কোটি কোটি গাড়ির ভিড়ে যদি একটি গাড়ি ব্রেক ছাড়া থাকে তাহলে কেমন হতো? এখানে ‘ব্রেক’ শব্দটি ‘সংযম’ অর্থে ব্যবহার করা হয়েছে। আশা করছি ঈদে দর্শক টেলিফিল্মটি দেখে ভিন্ন আমেজ পাবেন।’

Tarik-Aanam

টেলিফিল্মটিতে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। যিনি কিনা জীবনে ‘ব্রেক’ কিভাবে করতে হবে এবং কতুটুকুর পর ব্রেক করা উচিৎ এমন নানান বিষয়ে কথা বলবেন। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘জীবনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্রেকটা করতে জানতে হবে। আর সেটা যদি না করা হয় তাহলে জীবনটা ঝুকিপূর্ণ হয়ে যাবে। ঠিক যেমনটি হয়ে যায় একটি গাড়ির বেলায়। তোজো সবসময় ভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় ঈদে তার ‘ব্রেক ছাড়া গাড়ি’ টেলিফিল্ম’। আশা করছি দর্শকদের অন্যরকম ভালো লাগা কাজ করবে।’

টেলিফিল্মটিতে তারিক আনাম খান ছাড়া আরো অভিনয় করেছেন তানজিকা, মিশু সাব্বির, বুড়িআলী, মৃণাল দত্ত ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কায়েস চৌধুরীকে। এটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।