ঈদে চ্যানেল আইতে ৬টি চলচ্চিত্রের প্রিমিয়ার


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ জুন ২০১৬

আসছে ঈদুল ফিতরে চ্যানেল আই তার দর্শকদের জন্য বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে। নাটক-টেলিছবি, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানে ভরপুর থাকবে চ্যানেলটি।

পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ ঈদ বিনোদন হিসেবে ৬টি নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার করতে যাচ্ছে চ্যানেল আই। এর মধ্যে ‘দর্পণ বিসর্জন’ পল্লী কবি জসিমউদদীনের ‘আয়না’ গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ। প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।

‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন শিহাব শাহিন। অভিনয়ে আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের প্রমুখ। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

‘ব্ল্যাক’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামাল মোহাম্মদ কিবরিয়া। অভিনয়ে সোহম (ভারত), বিদ্যা সিনহা মীম, অমিত হাসান, খরজ মুখার্জি প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

‘গ্যালিভার’স ট্র্যাভেলস’ প্রদর্শিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রব লিটারম্যান।

‘লালচর’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে আনিসুল হক মিলন, মোহনা মিম, নাদের চৌধুরী, মাসুম আজিজ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

‘মন জানেনা মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরীমনি প্রমুখ। প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।