কলকাতায় সাড়া জাগিয়েছে শুভ-জলির নিয়তি


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১১ জুন ২০১৬

ভারতের মাটিতেই প্রথম মুক্তি পেল ইন্দো-বাংলার যৌথ নির্মাণ ‘নিয়তি’ চলচ্চিত্রটি। বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা হওয়ার আগেই ভারতে মুক্তি পেল চলচ্চিত্রটি।

তবে স্বস্তির খবর হলো, কলকাতায় ছবিটি বেশ সাড়া পেয়েছে। গতকাল শুক্রবার (১০ জুন) ওপার বাংলার ৮৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় শুভ-জলি জুটির প্রথম ছবি ‘নিয়তি’। প্রথমদিনেই ছবিটি দর্শকের কাছে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে বলে জানালেন চলচ্চিত্রটির বাংলাদেশি অংশীদার  জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ  বাংলাদেশের পাত্র-পাত্রী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ওপার বাংলায় কতোটা গ্রহণযোগ্যতা পাবে- এরকম এক সংশয় আমাদের মনেও ছিল। পাশাপাশি একধরনের সঙ্কোচবোধও কাজ করছিলো। তবে সব কৌতুহল এবং সংশয়কে ভুল প্রমাণ করে শুভযাত্রাই হলো নিয়তি‘র। মুক্তির প্রথমদিনের প্রথম শো থেকেও সন্তোষজনক ফলাফল পাচ্ছি। গল্প,গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করছেন দর্শক। আশা করছি, আজ (শনিবার) এবং আগামীকালও খুব ভালো দর্শক সমাগম হবে।’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং জলি। চলচ্চিত্রটি দর্শকের সঙ্গে উপভোগ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদারিত্ব করছে ভারতে এসকে মুভিজ।

জাজ সূত্রে জানা গেল, আসছে রোজা ঈদের পরে বাংলাদেশেও মুক্তি পাবে ‘নিয়তি’।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।