ট্রেনের ধাক্কায় মডেল তোহা নিহত


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৯ জুন ২০১৬

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে উঠতি মডেল মাইনুল আলম তোহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত পান তোহা। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।   

সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ৩টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তোহার ঘনিষ্ঠ বন্ধু ইয়াছের জাগো নিউজকে বলেন, তোহার লাশ এখন ঢাকায় আছে। আগামীকাল তার গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, মাইনুল আলম তোহা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে রহিমাআফরোজ কোম্পানিতে ইন্টার্নি করছিলেন। পাশাপাশি তিনি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেলিং এবং ইন্দোনেশিয়ান দূতাবাসের বিভিন্ন ফ্যাশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।