চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণ ও স্মারক বক্তৃতা


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৯ জুন ২০১৬

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামী ১১ জুন। ২০১০ সালের ১১ জুন বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে এই দিন বাদল রহমান স্মরণ ও ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)।

এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতা প্রদান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক চলচ্চিত্র সমালোচক ও গবেষক আ আল মামুন। বক্তৃতার বিষয় ‘বাংলা চলচ্চিত্রে বাউল পরিবেশনার রাজনীতি’।

বাদল রহমান স্মারক বক্তৃতা আগামী শনিবার, ১১ জুন বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

বাদল রহমান স্মরণ স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র সম্পাদক ও শিক্ষক সাজ্জাদ জহির, বাদল রহমানের ছেলে অভিষেক রহমান এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

বাদল রহমানকে স্মরণ এবং স্মারক বক্তৃতা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।