নেপালে প্রদর্শিত হবে আকাশ কত দূরে


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৯ জুন ২০১৬

নেপাল মানবাধিকার চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে কাটমন্ডুতে আগামী ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ নেপাল আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসব-২০১৬’। ৩ দিনব্যাপী অনুষ্ঠেয় এ চলচ্চিত্র উৎসবের স্থান কাটমন্ডুর ললিতপুর স্টাফ কলেজ অডিটোরিয়াম।

উৎসবের সমাপনী দিন ১২ জুন দুপুর ২টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে সামিয়া জামান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আকাশ কত দূরে’। চলচ্চিত্রটি ইতিমধ্যেই মুম্বাই ও মেনস ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৩, ১০ম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৪, ৭ম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৪, ৫ম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব ২০১৫, ১৫ তম রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল- লন্ডন ২০১৪, ট্রান্সসাহরিয়ান জাগোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মরোক্কো ২০১৪-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, মিশা সওদাগর প্রমুখ। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহানা শাহরিন ফারিয়া ও অঙ্কন। তাদের অভিনীত চরিত্রের নাম পরী ও বিচ্ছু।

উৎসবে অন্যতম জুরি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী এবং বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ইমপ্রেস টেলিফিল্ম লি. -এর নির্বাহী প্রযোজক (চলচ্চিত্র) কাজী শাহরিয়ার পারভেজ রাজন।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।