অনিয়ম-দুর্নীতির সঙ্গে আমলারা জড়িত


প্রকাশিত: ০৮:১৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

বর্তমান সরকারের অধিকাংশ মন্ত্রীর কোন কাজ করার ক্ষমতা নেই। সচিব আমলারাই সবকিছু করেন। তাই অনিয়ম-দুর্নীতি সঙ্গে মন্ত্রীরা নয় আমলারাই জড়িত মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংসদ সদস্য রুস্তম আলী ফরেজি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ভয়েস আয়োজিত ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ে মন্ত্রীর কছে যে ভাবে ফাইল ফেলে রাখেন সেভাবেই পড়ে থাকে। অধিকাংশ মন্ত্রীর কোনো ফাইল দেখার যোগ্যতা নেই। ফাইল সম্পর্কে আনেক কিছু জানেনও না। হলমার্ক, ডেসটিনি, বেসিক ব্যাংকে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে তার অধিকাংশের সঙ্গে আমলারাই জড়িত।

তিনি বলেন, সমাজ পরিবর্তন হয়নি। তাই যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে তার জন্য আমাদের আহাজারি করতে হয়। দায়িত্ব সকলের কিন্তু যে যখন দায়িত্বে থাকেন তখন তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। যে কারণে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না।

সেমিনারে সিনিয়র সাংবাদিক মুহমুদুর রহমান মান্না বলেন, আমরা যে যা বলি প্রত্যেকের সকল তথ্য প্রকাশ করা হলে কোন পরিবার টিকবে না, কোন সংশার টিকবে না। তাই এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ব্যবস্থা হবে এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হবে না। ব্যক্তিকে অবাধ স্বাধীনতা দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে সব থেকে জঘন্ন কাজ হয়েছে বেগম জিয়ার মা কোন চা বাগাবেন কাজ করেছেন এবং কার সঙ্গে কি সম্পর্ক ছিলো সে বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দেওয়া হয়েছে। একজন প্রতিমন্ত্রী এই বক্তব্য দিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ ফেসবুকে প্রধানমন্ত্রীর বিষয়ে মন্তব্য করায় এক ব্যক্তির জেল হয়েছে।

ভয়েস’র নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, মোবাইলের সিম নিবন্ধসহ বিভিন্ন কাজে আমরা আমাদের ব্যক্তিগত সকল তথ্য দিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় এই তথ্যগুলো তৃতীয় পক্ষের কাছে চলে যাচ্ছে। এভাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষার অভাবে অনেকে বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন। অনেক সময় মোবাইল রিসার্চ’র দোকান থেকে মোবাইল নম্বর নিয়ে নারীদের বিরক্ত করা হচ্ছে। এতে নারীর অধিকার ক্ষুন্য হচ্চে। তত্ত্ববধায়ক সরকারের সময় অনেক নারীকে ব্লাকমেইল করা হয়েছে, মোবাইল কল রেকর্ড’র মাধ্যমে।

ভয়েস’র নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুহমুদুর রহমান মান্না, ইক্যুইটিবিডি’র প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক সেলিম সাজ্জাদ, আইনজীবি জর্তিময় বড়ুয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।