মামলা থেকে খালাস পেলেন শাহরুখ-সালমান


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৭ জুন ২০১৬

শুটিং সেটে মন্দিরে জুতা পায়ে উঠে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। গৌরব গুলাতি নামক এক ভারতীয় আইনজীবি এই মামলা করেন দিল্লীর আদালতে।

গতকাল সোমবার ছিলো এই মামলার রায় প্রকাশের দিন। প্রকাশিত রায় থেকে জানা যায়, এই যাত্রায় বেকসুর খালাস মিলেছে বলিউডের এই দুই সুপারস্টারের। এবং একই সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মামলাটিও খারিজ করে দেন দিল্লীর একটি আদালত।

এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের প্রচারণার জন্য একটি ভিডিও তৈরির সময় জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। তবে আদালত পর্যালোচনা করে দেখেছে মন্দিরটি কৃত্রিম ছিলো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু সেখানে করা হয়নি। বরং মামলাটিকেই মনে হয়েছে উদ্দেশ্যমূলক। তাই আদালত শাহরুখ খান ও সালমান খানকে বেখসুর খালাস দিয়েছে।

উল্লেখ্য, আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’। তিনি আপাতত ব্যস্ত আছেন সে ছবির প্রচারণার কাজেই। আর শাহরুখ তার নতুন ছবি ‘রইস’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।