রওনক-তাহসিনের ওথেলো সিনড্রোম


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৭ জুন ২০১৬

রোমান্টিক কমেডি গল্পে নির্মিত বিশেষ নাটক ‘ওথেলো সিন্ড্রোম’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সায়েদুজ্জামান মিঠু। এতে প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন রনওক হাসান ও লাক্স তারকা তাহসিন।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ড. এনাম, ইরফান সাজ্জাদ, জয়নাল ও আরো অনেকে।

গল্পে তাহসিনকে দেখা যায় সন্ধেহ প্রবণ রোগীর চরিত্রে। তার এই সমস্যার কথা তাহসিন নিজে বা রওনক কেউই জানে না।

ভালোবেসেই বিয়ে করে রওনক ও তাহসিন। তাদের দাম্পত্য জীবনের বয়স দেড় বছর। তাহসিনের ধারনা অন্য কোনো মেয়ের সাথে রনওকের পরকীয়া সম্পর্ক আছে। সেকারণে রনওককে সন্দেহ করে, কখনো শার্টে পারফিউমের গন্ধ নিয়ে কখনো বা টিস্যুতে লিপিস্টিকের মার্ক নিয়ে ঝগড়া বাধে। সবকিছুতেই তার সন্দেহ।

রওনক নানাভাবে তাকে বুঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। একদিন সারপ্রাইজ দেবার জন্য শাড়ি কিনে নিয়ে আসে রনওক। কিন্তু এর মধ্যেও ভুল বুঝাবুঝি হয় তাদের মধ্যে। এভাবেই একটি পরিণতির দিকে এগিয়ে চলে নাটকটি।

সদ্য নির্মিত নাটকটির শুটিং হয়েছে গুলশান, মগবাজারের বিভিন্ন লোকেশনে। ‘ওথেলো সিনড্রোম’ নাটকটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেলে আইতে। নাটকটি নির্মাণ করা হয়েছে টম-ক্রিয়েশন্স এর ব্যানারে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।